লক্ষ্মীপুর কমলনগরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে চর ফলকন ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মহসিন, খাদ্য গুদামের কর্মকতা মোঃ তারেকুল আলম ও ডিলার নুর নবী বাঘা।.
সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে এবং প্রতিটি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদেরকে ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন,কমলনগর,প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: